আলুকদিয়ায় জাকের পার্টির পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

ভালাইপুর প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নির্দেশে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৫টার দিকে জাকের পার্টির মূল দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানা জাকের পার্টির সভাপতি মো. শফি উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক ফ্রন্টের সভাপতি আব্দুল মজিদ, কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও জেলা যুব ফ্রন্টের সভাপতি রুস্তম আলী মল্লিক, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি তক্কেল খাঁ, ছাত্রী ফ্রন্টের সভানেত্রী নাসরিন নাহার, মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদিকা হাফিজা খাতুন এবং দামুড়হুদা থানার সভাপতি মো. মোনাজাত হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাকের পার্টি ই-ভোটিং বা ব্লকচেইন প্রযুক্তিনির্ভর নির্বাচন ব্যবস্থার পক্ষে, যা সম্পূর্ণ অনহ্যাকেবল। বক্তাদের দাবি—যেভাবে বিকাশের মাধ্যমে নিরাপদে আর্থিক লেনদেন হয়, ঠিক তেমনি এই প্রযুক্তিতে একজনের ভোট অন্যজন দিতে পারবে না।

এ সময় তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে। জাকের পার্টিকে সমর্থন জানিয়ে সংসদে পাঠানো হলে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ জনগণের পাঁচটি মৌলিক চাহিদা পূরণে উদ্যোগ নেওয়া হবে।