স্টাফ রিপোর্টার: ‘সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি’ এই সেøাগানে চুয়াডাঙ্গায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা ও সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়াস্থ খোন্দকার প্যালেসে বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার জামান খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সাইফুদ্দীন আহমেদ। ইউনিট ম্যানেজার নাসিম আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার কলিম উদ্দীন। এছাড়া সভায় পলিসি গ্রাহক, সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল এসোসিয়েট ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অতান্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতকরণে রোল মডেল হিসেবে অবদান রেখে চলেছে। প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের চিফ অপারেটিং অফিসার সাইফুদ্দীন আহমেদ বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, আস্থা লাইফের জীবন বীমা সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এই সেবা আপামর জনগণের নিকট পৌঁছে দিতে আস্থা লাইফের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এসময় তিনি উপস্থিত চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া চুয়াডাঙ্গা শাখায় আগ্রহী প্রার্থীদের যোগদানের মাধ্যমে সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ ও সেবার ব্রত নিয়ে জনগণকে জীবন বীমা সেবা প্রদানের জন্য আহ্বান জানান তিনি।