ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য আলমডাঙ্গার মোচাইনগরের জাহিদ গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য মোচাইনগরের জাহিদকে গ্রেফতার করেছে। গত ২৪ এপ্রিল রাত ৯টার দিকে রংপুর-মাজহাট মাঠের মধ্য থেকে ইজিবাইক চালককে ধারালো চাকু ধরে ইজিবাইক ছিনতাই করে ৩ ছিনতাইকারী। গতকাল সোমবার সকালে আসমানখালী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের আরেক সদস্য জাহিদকে গ্রেফতার করেছে। এরআগে মেহেরপুর বাড়াদি বাজার থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গা সাতগাড়ী গ্রামের মৃত ইয়াসিন ম-লের ছেলে শরিফ (২৫) দীর্ঘদিন ধরে ভাড়ায় ইজিবাইক নিয়ে চালিয়ে বেড়ায়। গত ২৪ এপ্রিল সকালে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার আব্দুল কাদেরে নিকট থেকে ইজি বাইক ভাড়া নিয়ে রাস্তায় চালানোর জন্য বের হয়। রাত ৯টায় দিকে একাডেমি মোড় থেকে যাত্রী বেশে ৩ ছিনতাইকারী শরিফের ইজিবাইক রংপুর যাওয়ার জন্য ভাড়া নেয়। ইজিবাইক চালক শরিফ রংপুর-মাজহাট মাঠের রাস্তায় পৌছালে ছিনতাইকারীরা ধারালো চাকুর ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে শরিফ তার মালিককে জানিয়ে ২৭ এপ্রিল আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার মোচাইনগর গ্রামের ভিটেপাড়া ইদ্রিস আলী ইদুর ছেলে জাহিদ ইসলামকে (২২) গ্রেফতার করে। এরআগে গত ২৭ এপ্রিল মেহেরপুর জেলার বারাদী বাজারে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইকসহ রংপুর গ্রামের শিপন মেম্বারের ছেলে বিকাশ (২১) ও মেহেরপুর জেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রিয়াজতুল্লাহর ছেলে আজিজুর রহমান টুটুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারী জাহিদ জানায়, ঘটনার দিন বিকালে সে বাড়িতে ছিলো। তার এক বন্ধু তাকে ফোন দিয়ে মুন্সিগঞ্জ পশুহাটে আসতে বলে। তারা গিয়ে পর চুয়াডাঙ্গা একটি হোটেলে খাওয়াদাওয়া করে। পরে একাডেমি মোড়ে এসে একটি ইজিবাইক ভাড়া নেয়। রংপুর মাজহাট মাঠে পৌছালে চাকু দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে। সেখান থেকে তারা তিনজন ইজিবাইক নিয়ে বারাদী বাজারের টুটুল নিকট বিক্রয় করে। খোঁজ নিয়ে জানা গেছে, আজিজুর রহমান টুটুল বারাদী বাজারে চোরাই ও ছিনতাইকৃত ইজিবাইক কেনা-বেচা করে। সে অল্প টাকায় ইজিবাইক কিনে তার আবার পুনরায় রং করে বেশি দামে বিক্রয় করে। সংশ্লিষ্ট মামলায় জাহিদকে আদালতে সোপর্দ করেছে।