ঝিনাইদহে সাপে কেটে ঈদের দিন ভোরে নানি-নাতির মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে সাপের দংশনে নানি ও নাতির মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার ভোর ও সকাল ৮টার দিকে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী অতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম ( ২২ )।
পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে ঘরে খাটে ঘুমিয়ে ছিলেন নাতি তরিকুল ইসলাম ও মেঝেতে ঘুমিয়ে ছিলেন নানি অতিরন নেছা। ভোরে বিষাক্ত সাপ প্রথমে তরিকুলকে ও পরে অতিরন নেছাকে দংশন করে। তাদের শরীরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তরিকুলকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে ভোরে তার মৃত্যু হয়। অতিরন নেছাকে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় সচেতনদের অনেকেই বলেছেন, সাপে কাটার পর প্রথমেই হাসপাতালে না নিয়ে ওঝার ঝাড়ফুক বিশ্বাস করার কারণে নানি নাতির মৃত্যু হয়েছে।

Comments (0)
Add Comment