করোনায় দেশে আরও ১১ জনের মৃত্যু : চুয়াডাঙ্গায় ভ্যাকসিন নেয়ার আগ্রহ বেড়েছে

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন মারা গেছেন। এদের মধ্যে ৭ জন পুরুষ বাকি ৪ জন নারী। এদিকে চুয়াডাঙ্গায় পর পর দুদিনে ২৮ জনের নমুনা পরীক্ষা করে একজনেরও কোভিড-১৯ পজেটিভ হয়নি। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট ৫ জন করোনা আক্রান্ত রোগী ছিলেন। এর মধ্যে ৪ জন বাড়িতে বাকি একজন ঢাকায় আইসোলেশনে রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে।

দেশে ১১ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২শ ৮৫জন। নতুন করে ৪শ ৪৬ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন। গতকাল সোমবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৬শ ৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৭০ জন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও  প্রথম মৃতর খবর আসে গত বছরের ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিলো। সেই ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ভ্যাকসিন নেয়ার সংখ্যাও বেড়েছে। গতকাল চুয়াডাঙ্গায় মোট ১ হাজার ৭শ ৪০ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৫শ ৫১জন, আলমডাঙ্গায় ৩৬১ জন, দামুড়হুদায় ৪শ ৪৯ জন, জীবননগর উপজেলায় ৩শ ৭১ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত জেলায় মোট ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৩শ ২৫ জন। গতকাল বিকেল পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১০ হাজার ২শ ৪৩ জন। অপরদিকে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৬৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ ১২ জন। বর্তমানে আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার দুজন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সুস্থতার ছাড়পত্র দেয়া হয়নি। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকি দুজনের মধ্যে একজনের বাড়ি দামুড়হুদা দর্শনার আনোয়ারপুরে ও অপরজনের বাড়ি আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ায়। এরা সকলেই নিজ নিজবাড়িতে আইসোলেশনে রয়েছেন। গতকাল নতুন ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ।

Comments (0)
Add Comment