করোনা : রাজশাহীতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে দুজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর একজন ও কুষ্টিয়ার একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। আর উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ৭৩ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৭২ জন। এর আগে গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন। এ ছাড়া আগস্ট মাসে মৃতের সংখ্যা ছিল ৩৫৪ জন।

Comments (0)
Add Comment