কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হলেন আলমগীর

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হলেন আলমগীর হোসেন আলম। গতকাল বুধবার নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডে দুপ্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন টিউবওয়েল প্রতীক ও আনারুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কার্পাসডাঙ্গার দুটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পোলের সংখ্যা ২১৬৬টি ভোট। টিউবওয়েল প্রতীকে আলমগীর পেয়েছেন ১৩৬২ টি ভোট ও মোরগ প্রতীকের আনারুল হক পেয়েছেন ৮০০টি ভোট। বাতিল হয়েছে ৪টি।
এদিকে কার্পাসডাঙ্গা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট পোলের সংখ্যা ২০০৮ টি। মোরগ প্রতীক নিয়ে আনারুল হক ১২৪৬ টি ভোট পেয়েছেন। আলমগীর হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২৮ টি ভোট। বাতিল হয়েছে ৩৪ টি ভোট। দুটি কেন্দ্রে মিলে টিউবওয়েল প্রতীকে আলমগীর হোসেন ৪৪ ভোটে জয়লাভ করেন। উল্লেখ্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১নং ওয়ার্ডের প্রার্থী মো. আনারুল হক মোরগ প্রতীক নিয়ে দুটি ভোট কেন্দ্রে সর্বমোট ৯৯৮ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের আলমগীর হোসেনও দুটি ভোট কেন্দ্রে ৯৯৮ ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ইউপি সদস্য আলমগীর হোসেন এর আগে ২০১১ সালের কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Comments (0)
Add Comment