কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে লাশ নিয়ে মিছিল : মানববন্ধন ও সড়ক অবরোধ এলাকাবাসীর

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে লাশ নিয়ে মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। উপজেলার কাস্টসাগরা গ্রামে আরিফা খাতুন সোমা নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে গ্রামবাসীরা কালীগঞ্জ শহরের মেইন বাস্টস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। নিহত আরিফা খাতুন সোমা জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের নুর ইসলামের মেয়ে। শনিবার বিকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। মরদেহ কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় গ্রামবাসীরা বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তারা অচিরেই গহবধূ আরিফা খাতুন সোমা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্ত শাস্তি ও তার স্বামী ফরিদুল ইসলাম যেনো বিদেশে পালাতে না পারেন সেই দাবি করেন। এ ঘটনার পর থেকে ফরিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

 

Comments (0)
Add Comment