কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন গুরুতরভাবে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত পরশু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে হামলা ও পাল্টা হামলা। গ্রামবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকেই উপজেলার সিংদহ ও আলাইপুর গ্রামের বিএনপির সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত দুই গ্রুপের মধ্যে মোটরসাইকেল মহড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বদিনের ঘটনার রেশ ধরে আবারো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া চলতে থাকে। এক পর্যায়ে তারা সরাসরি সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলাইপুর গ্রামের রিপন (৪৫), লোকমান হোসেন (৬০) ও বিল্লাল হোসেন (৪০) রামদার আঘাতে গুরুতরভাবে আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকা বর্তমানে শান্ত আছে। ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যারাই ঘটাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।