কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় পথচারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহি বাস চাপায় সেলিম হোসেন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের কাতলামারি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি গ্রামের সিরাজ আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকাল ১০টায় বাজারে চায়ের দোকান থেকে চা খেয়ে রাস্তার এক সাইড দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলেন সেলিম। বাজারের বাস স্ট্যান্ডে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া মেহেপুরগামী একটি যাত্রীবাহি বাস পিছন দিক থেকে সেলিম হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে ৫ কিলোমিটার দূরে খলিসাকুন্ডি বাজার থেকে আটক করেছে স্থানীয়রা।