কুষ্টিয়ায় আরও ৭৩ জনের করোনা শনাক্ত : ২ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রদিনিধি: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
গত বুধবার রাত ১১টার দিকে জেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক দিনে সর্বোচ্চ ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২২১ জনের নমুনা পরীক্ষা করে চলতি বছরে এটাই সর্বোচ্চ শনাক্ত। নমুনার বিপরীতে শনাক্তের হার ৩৫ শতাংশের বেশি। ৭৩ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলাতেই ৩৫ জন রয়েছেন।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত চার দিনে ৮৭৫ জনের নমুনা পরীক্ষা করে জেলায় ২৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ শতাংশের বেশি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলসন ওয়ার্ড সূত্র বলছে, সেখানে তিনটি ওয়ার্ডে বেড রয়েছে ৭৪টি। এর মধ্যে ৫৬টি করোনা পজিটিভ রোগী রাখার বেড। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সেখানে করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন ৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন রোগী। বাকি ১৮টি অবজারভেশন বেড। সেখানেও ১৭ জন ভর্তি আছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাধারণ অন্যান্য ওয়ার্ডে পাঁচ শতাধিক রোগী ভর্তি আছ। যেভাবে করোনা রোগী ভর্তির হার বাড়ছে, তাতে কয়েক দিনের মধ্যে হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করে ফেলতে হতে পারে।

Comments (0)
Add Comment