কুষ্টিয়ায় আহত বোমা তৈরির কারিগর আবু বক্করের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিলগাথুয়া গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত বোমা তৈরির কারিগর আবু বক্কর (৩৫) মারা গেছেন। ঘটনার ছয়দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুবক্কর বিলগাথুয়া গ্রামের ইন্তাজ ম-লের ছেলে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিক আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ আগস্ট বেলা ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে নিজে বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হন বোমা তৈরির কারিগর ও মাদক পাচারকারী আবু বক্কর ও তার স্ত্রী মধুবালা (৩০)। ওই সময় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় আবু বক্করকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আবু বক্কর মারা যান।
বোমা বিস্ফোরণের ঘটনায় দৌলতপুর থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় আবু বক্কর ও তার স্ত্রী মধুবালাকে আসামি করা হয়। আবু বক্কর মারা গেলেও মধুবালা পলাতক এবং বেঁচে আছেন বলে জানা গেছে।
এ মামলার অপর আসামি বিলগাথুয়া গ্রামের ইয়াকুব ম-লের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), তার সহযোগী মৃত আমিরুল ইসলাম মাস্টারের ছেলে বিকু (৪০) এবং তাহের আলীর ছেলে রায়হানকে (২২) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠয়েছে দৌলতপুর থানা পুলিশ। বাকি আসামিরা পলাতক।

Comments (0)
Add Comment