কুষ্টিয়ায় নিখোঁজ শিশুর লাশ প্রতিবেশীর ঘরে , নারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর রান্নাঘর থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে বলে দৌলতপুর থানার পরিদর্শক সাহাদত হোসেন জানান। নিহত দেড় বছর বয়সী আরাফত উপজেলার দাড়েপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল ৯টার দিকে শিশুটি নিখোঁজ হয় বলে পরিবার জানিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে প্রতিবেশী ছপের মালের রান্নাঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় তারা ছপের মালের স্ত্রী কোহিনুর বেগমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পাশাপাশি কোহিনূরকে থানায় নিয়ে যায়। পরিদর্শক সাহাদত বলেন, “ধারণা করা হচ্ছে ছপের মালের রান্নাঘরে তড়িঘিড়ি করে সামান্য মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ মাটির নিচে চাপা দেওয়া হয়। পচে দুর্গন্ধ ছড়ালে লাশ তুলে আরও মাটি খুঁড়ে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন প্রতিবেশীরা জানতে পারেন।” তবে পুলিশ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে পূর্বশত্রুতার কারণে কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় কোহিনূর নামে এক নারীকে আটক করা হয়েছে।

Comments (0)
Add Comment