কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে কলেজছাত্র খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দশম শ্রেণির এক ছাত্র হত্যাকা-ের শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর বাজারে প্রকাশ্যে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত ছাত্র শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হোসেন আলী প্রামাণিকের ছেলে দিদার হোসেন (১৭)। সে খোরশেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী নিহতের মামাতো ভাই ফারুক হোসেন জানান, সন্ধ্যার দিকে খোরশেদপুর বাজারে সে ও দিদার পৌঁছালে কাঠমিস্ত্রি বাবু ও মিজানের সঙ্গে বাগবিত-া হয়। এ সময় মিজান কাঠ কাটার বাটল দিয়ে দিদারের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, গত এক মাস আগে দিদারের মামাতো ভাই মোস্তাফিজ চাকরি থেকে ছুটিতে কুমারখালী গ্রামের বাড়িতে এলে মিজান ও বাবুর সঙ্গে তার গ-গোল হয়। এ ঘটনায় দুই ভাই মোস্তাফিজকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে সে মারাত্মক আহত হয়। দীর্ঘদিন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। সেই সময় মারপিটের ঘটনায় বাবু ও মিজানের বিরুদ্ধে মামলা হয়। এ বিষয়ে কুমারখালী থানার ওসি (তদন্ত) আকিবুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে দশম শ্রেণির এক ছাত্রকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Comments (0)
Add Comment