কুড়িয়ে পাওয়া সোনার নেকলেস নিয়ে বুড়ি খাতুনের বিড়ম্বনা

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ভাংবাড়িয়া কুড়িয়ে পাওয়া সোনার নেকলেস আত্মসাতের পরে গোপনে বিক্রি করে অতিরিক্ত দশ হাজার টাকা গুনতে হলো আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ইউনুস আলীর মেয়ে বুড়ি খাতুনকে।
জানা গেছে, ভাংবাড়িয়া গ্রামের তৌফিক হোসেনের স্ত্রী তুলি খাতুনের তিন ভরি ওজনের সোনার নেকলেস গত পরশু বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের মোল্লাপাড়া পথে হারিয়ে যায়। তুলি খাতুনের সন্ধান শুরু করলে মানুষের মনে ধারনা শুরু হয় ইউনুস আলীর কন্যা বুড়ি খাতুন নেকলেসটি পেয়েছে এর কাছে গেলে তিনি বলেন। আমি এমন কোন নেকলেস খুঁজে পায়নি। পরে বিষয়টি জানতে পারে আলমডাঙ্গা শহরে একটি জুয়েলার্সের দোকান এই নেকলেস ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যে বিক্রি করেছে। গ্রামজুড়ে সমালোচনা শুরু হলে গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে অতিরিক্ত ১০ হাজার টাকা জুয়েলার্সের মালিকে দিয়ে স্বর্ণালংকার উদ্ধার করে নিয়ে এসেছে তুলি খাতুনের পরিবার। এ বিষয় নিয়ে গেলাম দূরে রয়েছে সমালোচনার ঝড়।

Comments (0)
Add Comment