বেতারের শিল্পী আজিমউদ্দিনের ইন্তেকাল

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সন্তান খুলনা বেতারের নজরুল সংগীত শিল্পী আজিমউদ্দিন আহম্মেদ (৬০) ইন্তেকাল করেছেন (দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সংগীত শিল্পী আজিমউদ্দিন আহম্মদ দুপুর ১ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাগেছে, বেশ কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে চন্ডিপুর নিজ বাড়িতে নির্বাক হয়ে পড়ে থেকে আজ শুক্রবার দুপুর ১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃতকালে তিনি ৪ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রীহি রেখে গেছেন। শিল্পী আজিম উদ্দিন চন্ডিপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। জানাগেছে শিল্পী আজিমউদ্দিন বেশ কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে নির্বাক হয়ে বিছানায় পড়ে ছিলো। তিনি খুলনা বেতারের নজরুল সংগীত শিল্পী ছিলেন। এছাড়া তিনি সাংবাদিকতা করতেন। তিনি দর্শনা প্রেসক্লাবের  সাবেক সহসভাপতি ছিলেন। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের একজন সদস্য ছিলেন।
Comments (0)
Add Comment