কৃষিজমি নষ্ট করে রেললাইন স্থাপনের সিদ্ধান্ত বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিলো কার্পাসডাঙ্গার রেললাইন প্রতিরোধ কমিটি

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় রেললাইন স্থাপন বন্ধের দাবিেেত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। কার্পাসডাঙ্গা ইউনিয়নের রেললাইন প্রতিরোধ কমিটি গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তারা স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে। এদেশে কৃষক সমাজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কৃষিবান্ধব সরকার কৃষকের ফসলি জমি নষ্ট করে রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে হাজার হাজার হেক্টর কৃষি জমি নষ্ট হবে। এলাকার কৃষিজীবী মানুষ না খেয়ে মরবে। সরকারের কাছে আমাদের জোর দাবি রেললাইন স্থাপন করে এলাকায় দুর্ভিক্ষ ডেকে আনবেন না। রেললাইন স্থাপন বন্ধ না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। স্মারকস্থিত ছিলেন রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মওলা বক্স, যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু, ডা. ইবাদত আলী, আবুল কাশেম, আশরাফ আলী, রবজেল আলী, হযরত আলী, মহাসিন আলী, নোয়াজ্জেশ আলী, আলাউদ্দিন, তমিজ উদ্দিন, জাহিদুর রহমান মুকুল প্রমুখ।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে শুরু হয়ে কার্পাসডাঙ্গা বাজারের কোলঘেঁষে মুজিবনগরের ওপর দিয়ে মেহেরপুর পর্যন্ত ৩০ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি কার্পাসডাঙ্গার পার্শ্ববর্তী গ্রাম বাঘাডাঙ্গা ও কোমরপুর এলাকা মাপজোখ করা হয় রেললাইন স্থাপনের জন্য। এরপরই ফুঁসে ওঠে এলাকার সাধারণ মানুষ।

Comments (0)
Add Comment