কেউ ছোঁবেন না, আমাকে ছুঁলে পুড়ে মরবেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক বৃদ্ধকে হাসপাতালে নিতে ট্রিপল নাইনে ফোন দিয়ে ডাকা হলো পুলিশ। কিন্তু বৃদ্ধ বললেন আমি সুস্থ। আমাকে হাসপাতালে নিতে হবে না। আমাকে কেউ বিরক্ত করবেন না। কেউ ছোঁবেন না। আমাকে ছুঁলে পুড়ে মরবেন। ওই বৃদ্ধ গতরাতে চুয়াডাঙ্গা কোর্টমোড়ের সোপান স্টোরের বারান্দায় শুয়ে শুয়ে পুলিশের উপস্থিতিতে এসব কথা বলছিলেন।

চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মাথাভাঙ্গাকে জানান, বুধবার সকাল থেকেই ৮০ বছর বয়সী এক বৃদ্ধ কোর্টমোড়ের সোপান স্টোরের বারান্দায় অবস্থান নেন। তিনি ওখানে চুপচাপ বসেছিলেন। কারো দেয়া কিছু খাননি। অনেকেই খেতে দেয়ার চেষ্টা করলেও ওই বৃদ্ধ তা গ্রহণ করতে চাননি। গতরাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বৃদ্ধের কাছে হাজির হন। পুলিশ জানায়, একজন ট্রিপল নাইনে ফোন দিয়ে ওই বৃদ্ধকে হাসপাতালে নিতে বলেন। কিন্তু পুলিশের উপস্থিতিতে বৃদ্ধ জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। দয়া করে কেউ বিরক্ত করবেন না। তিনি পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার নাম আয়ুব আলী। পিতার নাম মৃত ওসমান আলী। পুলিশের সঙ্গে কথা বলার সময় বৃদ্ধ আয়ুব আলী আধ্যাত্মিক কথাবার্তা বলার চেষ্টা করেন। বৃদ্ধ বলতে থাকেন আমাকে কেউ ছুঁয়ো না। তাহলে পুড়ে মরবে। না হলে আমি পুড়ে মরবো। পরে তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় কোর্টমোড়ের নাইটগার্ড সাইফুল ইসলাম গ্যাদাকে দেখভালের দায়িত্ব দিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান কাজল বলেন, ‘বৃদ্ধ একজন পাগল। তার অসংলগ্ন কথাবার্তায় এরকমই মনে হয়েছে।’

Comments (0)
Add Comment