কেরু চিনিকলের আরও চারজনকে বদলি

দর্শনা অফিস: কেরুজ চিনিকলে একের পর এক বদলি ঘটনায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবার বাপ্পিকে করা হলো অন্যত্র চিনিকলে বদলি। ৩টি বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জকে বদলি করা হয়েছে বিভিন্ন বিভাগে। প্রশিক্ষিণহীন ব্যক্তিদের বন্ডেড ওয়ার হাউজে বদলির ঘটনায় উঠছে প্রশ্ন। শ্রমিক নেতৃবৃন্দের অভ্যান্তরিক বিরোধের সুযোগ নিচ্ছে কর্তৃপক্ষ। ঐক্যের আভাস মিলেছে। গতকাল বুধবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সনাল শাহরীনা তানাজ ও মহাব্যবস্থাপক (সংস্থাপন) সাকি মাহমুদ ইসমাইল স্বাক্ষরিত পত্রে জানা গেছে, কেরুজ শ্রীমঙ্গল বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ এজাজ আহমেদ বাপ্পিকে বদলি করা হয়েছে জ্বিল বাংলা সুগার মিলে জ্যেষ্ট করনীক (প্রশাসন) বিভাগে। এ ছাড়া কেরুজ চিনিকলের কারখানা বিভাগের নির্মান শাখার সুপারভাইজার জাহাঙ্গীর আলমকে পদায়ন করা হয়েছে শ্রীমঙ্গল বন্ডেন্ড ওয়ার হাউজের ইনচার্জ হিসেবে। কেরুজ কৃষি খামারের জ্যেষ্ট করনীক কাম স্টোর ক্লার্ক মহিউদ্দিনকে বরিশাল বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ পদে পদায়ন করা হয়েছে। এছাড়া কেরুজ চিনিকলের কৃষি বিভাগের জ্যেষ্ট চেকিং ঋণ করনীক ইমতিয়াজুর রহমানকে পদায়ন করা হয়েছে পাবনা বন্ডেড ওয়ার হাউজে। প্রশ্ন উঠেছে, সম্প্রতি পদায়নকৃত ঢাকা, পাবনা, রাজশাহী, শ্রীমঙ্গল বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ হিসেবে যাদের পদায়ন করা হয়েছে, তারা প্রত্যেকই নতুন। মিলের গুরুত্বপূর্ণ ওই সমস্ত হাউজগুলো পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন প্রশিক্ষণের। প্রশিক্ষণবিহীন হাউজ পরিচালনায় অদক্ষতার ক্ষেত্রে লোকশানের বোঝার দায়ভার কে নেবে ? এ দিকে মিলের শ্রমিক-কর্মচারীদের কেউ কেউ ফ্যাসিস্টের দোসর বিধায় বদলি ঘটনা ঘটছে। সেক্ষেত্রে বহু কর্মকর্তাতো রয়েছেন দোসরের তালিকায়। অনেকেই রয়েছেন দীর্ঘদিন একই চেয়ারে। তাদের ক্ষেত্রে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কোন পদক্ষেপ কেন নিচ্ছেনা তা নিয়েও প্রশ্ন জনমনে। এ দিকে কেরুজ চিনিকলে একের পর এক বদলি ঘটনায় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে ঐক্যের সুর শোনা যাচ্ছে। যেকোন দিন, যেকোন সময় শ্রমিক স্বার্থে নেতৃবন্দের মধ্যে ঐক্য হতে পারে। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল কেরুজ ডিস্টিলারি বিভঅগের ডিএস গোডাউনের ইনচার্জ একেএম সাজেদুর রহমান তুফানকে ঠাকুরগাও চিনিকলের জ্যেষ্ট করনীক (প্রসাশন) পদে, কেরুজ বরিশাল বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ দেলোয়ার হোসেনকে নাটোর সুগার মিলের জ্যেষ্ট করনীক ও কেরুজ পাবনা বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ আলমগীর রহমানকে নর্থবেঙ্গল সুগার মিলের (প্রসাশন) বিভাগের জ্যেষ্ট করনীক পদে বদলি করা হয়েছে। এ ছাড়া গত ৫ জানুয়ারি কেরুজ পারবতিপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ, শ্রমিক নেতা সৌমিক হাসান রূপমকে বদলি করা হয় বন্ধ চিনিকলে পঞ্চগড়ে। ২৪ ফেব্রুয়ারি কেরুজ ডিস্টিলারী বিভাগের সেলস অফিসার, সহকারি ব্যবস্থাপক (বাণিজ্যিক) জহির উদ্দিনকে বদলি করা হয়েছে রাজশাহী চিনিকলে। ১৬ এপ্রিল কেরুজ ডিস্টিলারী বিভাগের ফরেণ লিকার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে ঠাকুরগাও চিনিকলে। সবশেষ শ্রীমঙ্গল ওয়ার হাউজের ইনচার্জ এজাজ আহমেদকে বদলি করা হলো জ্বিল বাংলা চিনিকলে।