খেলতে গিয়ে সাপের গায়ে পা, প্রাণ গেলো শিশুর

খেলতে গিয়ে সাপের গায়ে পা দিয়ে দংশনের শিকার শিশুকে ওঝার নিকট নিয়ে ঝাড়ফুক নাটকে মারা গেছে জিহাদ নামের ৮ বছর বয়সী এক শিশু। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুজায়েতপুরের দিনমজুর শুকুর আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় সর্প দংশনের শিকার হয় সে। ওঝার নিকট নিয়ে ঝাড়ফুকের পর রাত আনুমানিক ৯টার দিকে নেয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিতসক জিহাদকে মৃত ঘোষনা করেন।
জিহাদ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধার আগে বাড়ি-সংলগ্ন প্রাচীরের পাশেই খেলা খেলছিল শিশু জিহাদ। এ সময় সেখানে থাকা সাপের গায়ের উপর পা পড়ে জিহাদের। পায়ে ছোবল দেয় সাপটি। জিহাদ সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা গ্রামে একটি কবিরাজের (ওঝা) নিকট নেই জিহাদকে। সেখানে ঝাড়ফুক করে কবিরাজ। কোন উন্নতি না হওয়ায় প্রায় দুই ঘন্টা পর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিহাদের বাবা শুকুর আলী বলেন,সন্ধার আগে বাড়ির পাশেই প্রাচীরের পাশে খেলা খেলছিল আমার ছেলে। সেখানে থাকা সাপ তাকে ছোবল দেয়। হাসপাতালে এনেও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু জিহাদকে মৃত ঘোষণা করা হয়। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার অনেক পর শিশুটিকে নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

Comments (0)
Add Comment