গাঁজা রাখার অপরাধে গাংনীতে এক যুবকের কারাদণ্ড

গাংনী প্রতিনিধি: গাঁজা রাখার অপরাধে রুবেল হোসেন (৩২) নামের এক যুবককে ৭ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর এ আলম সিদ্দিকী গতকাল সোমবার সন্ধ্যায় এই দ-াদেশ দেন। রুবেল হোসেন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের মৃত কাদের শাহের ছেলে। সে একজন গাঁজাসেবী ও মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশসূত্রে জানা গেছে, রুবেল দুই পুরিয়া গাঁজা নিয়ে অবস্থান করার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পুলিশ তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৭দিনের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণের জন্য রুবেলকে থানা হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন গাংনী থানার এসআই নুর ইসলাম ও এএসআই মামুনসহ পুলিশের একটি দল। এর আগে ২০১১ সালে গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েছিল রুবেল। গাংনী থানায় তার নামে মাদকের একটি মামলা রয়েছে।

Comments (0)
Add Comment