গাংনীতে অভিষেক অনুষ্ঠানে এনসিপি নেতা সাকিল আহমাদ চাপিয়ে দেয়া লেখাপড়া নয় : সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

গাংনী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেছেন, ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে কি হবে তা পরিবার থেকে চাপিয়ে দিলে হবে না। তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে আরও বড় কিছু হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ে জীবনমুখী সেমিনার করা হবে সেখানে তারা প্রকাশ করবে যে তারা কী হতে চায়। শিক্ষার্থীদের স্বপ্নের মধ্যে যেটি বাস করছে সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাবে প্রতিষ্ঠান। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সাকিল আহমাদ বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে কাজ করতে চাই। সেলক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু দাবি এসেছে যে দাবিগুলোর সাথে আমি একমত প্রকাশ করতে চাই। এ প্রতিষ্ঠানে অতি শিঘ্রই একটি লাইব্রেরি খোলা হবে। একই সাথে থাকবে ই-লাইব্রেরি। লাইব্রেরিতে অধ্যয়ন করে আলোকিত হবে প্রতিটি ছাত্রছাত্রী। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা চালু, ছাত্র-ছাত্রীরা চাইলে জিমনেসিয়াম, হাইজিন ওয়াশ রুমের ব্যবস্থাসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে যা যা করণীয় সবগুলোই করা হবে বলেও জানান তিনি। অ্যাডভোকেট সাকিল আহমাদ মেহেরপুর জেলার কৃতি সন্তান। এই প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে আজ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বক্তৃতায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির বিগত দিনের শোচনীয় পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে নানা পরিকল্পনা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক, নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য, অভিভাবক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।