গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান : দুটি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা

গাংনী প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযানে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকার সেতু হার্ডওয়্যার ও সেতু ফার্মেসি থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (চুয়াডাঙ্গা-মেহেরপুর) সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারায় সেতু হার্ডওয়্যার থেকে চার হাজার এবং একই আইনের ৫১ ধারায় সেতু ফার্মেসি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আইন অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করেননি সেতু হার্ডওয়্যারের মালিক। অপরদিকে একই দোকানে সিলিন্ডারভর্তি গ্যাস বিক্রি করেন তিনি। আইনের লঙ্ঘন করে জননিরাপত্তাহীনতার মধ্যে পথের পাশে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। অপরদিকে দোকানে নেই কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা। সেতু হার্ডওয়্যারে অভিযানের পর অভিযান দল প্রবেশ করেন সেতু ফার্মেসিতে। দোকানের র‌্যাকে সাজানো ওষুধের মধ্য থেকে একের পর এক বেরিয়ে আসতে থাকে মেয়াদোত্তীর্ণ নানা প্রকার ওষুধ। ২০১৭ সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধও মিলেছে অভিযানে।

অভিযান দলের প্রধান সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, প্রাথমিক সতর্কতা হিসেবে দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে। তারা ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন। পরবর্তী অভিযানে দ্বিতীয়বার এমন অপরাধ পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনের আরও কঠোর সাজা হতে পারে। এছাড়াও তিনি বাজারের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করার জন্য বাজার কমিটির সভাপতিকে পরামর্শ দেন। দোকান ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কি কি আইন-কানুন মেনে চলা জরুরি সেসব বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধিবৃন্দ। অভিযানে আরও ছিলেন মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক। অভিযানে ভোক্তারদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ ক্যাব প্রতিনিধিবৃন্দ।

Comments (0)
Add Comment