গাংনীতে মাইক্রোবাস চাপায় হাসপাতালে ভর্তি রোগী নিহত 

গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী হাসপাতালের সামনের সড়কে মাইক্রোবাস চাপায় বকুল হোসেন (৫২) নামের এক রোগী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষ অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বকুলকে। আজ বুধবার সকালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার পরিবারের লোকজন।
বকুল হোসেন দিনমজুর ও হতদরিদ্র। সে গাংনী উপজেলার শালদহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা নিয়ে গেল কয়েকদিন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন বকুল হোসেন। মঙ্গলবার সন্ধায় মোবাইলে ফ্লেক্সি দেওয়ার জন্য হাসপাতালের সামনে একটি দোকানে গিয়েছিলেন তিনি। হাসপাতালে ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, কুষ্টিয়াতে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে। দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাস ও এর চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
Comments (0)
Add Comment