গাংনীর সেই বৃদ্ধের মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ পলাশ মিয়ার (৬০) মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে। আজ বিকেলে গাংনী থানা পুলিশের কুকই রেন্সপন্স টিমের নেতৃত্বে স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তার উপস্তিতিতে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা সাহারবাটি গ্রামে তার দাফন সম্পন্ন করেন।

গাংনী থানার পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলামের নেতৃত্বে কুইক রেসপন্স টিমের টিমের এস আই সিহাব, এ এস আই আহসান হাবিবসহ অন্যান্য সদস্যরা মরদেহ দাফনে সহায়তা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালে আজ শনিবার দুপুরে করোনার উপস্বর্গ নিয়ে পলাশ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে সে জ¦র, শ^াষকষ্ট ও এ্যাজমা রোগে ভূগছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আর.এম.ও ডাঃ মোখলেছুর রহমান।  সে হাড়ি পাতিল ফেরি করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তার বাড়ি গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে।

আর.এম.ও  জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসাথে তার মরদেহ কোভিড-১৯ রোগির মতই বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

 

Comments (0)
Add Comment