স্টাফ রিপোর্টার: মেহেপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে আলোচনা সভার মধ্য দিয়ে ১ম পর্ব শেষ হলেও বিকেলে ২য় পর্বে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন চলে। নির্বাচন শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার জুলফিকার আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হয়নি। অন্যদিকে উপজেলার সাংগঠনিক সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২জন প্রার্থীকে সাংগঠনিক পদে নির্বাচিত করা হয়। আব্দাল হক হরিণ মার্কায় ৪০৯ ভোট পেয়ে এবং মঞ্জুর হোসেন টকি টিউবওয়েল মার্কায় ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে গাংনী পৌর সভা ইউনিটে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মকবুল হোসেন মেঘলা আনারস মার্কায় সর্বোচ্চ ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আতিয়ার রহমান চেয়ার প্রতীকে ৫৬ ভোট ও মনিরুজ্জামান গাড্ডু ছাতা প্রতীকে ৫৪ ভোট পেয়েছেন। পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম ফুটবল মার্কায় ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী আব্দুল্লাহেল মারুফ পলাশ মোরগ মার্কায় ২১৫ ভোট পেয়েছেন। একইভাবে পৌরসভায় সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৩ জন। এদের মধ্যে ২ জনকে নির্বাচিত করা হয়েছে। মো. সুমন এ্যাডম টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৫২ ভোট পেয়ে ১ম সাংগঠনিক সম্পাদক ও ইমন হোসেন হরিণ মার্কা নিয়ে ৩৩৯ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই পদে সোহেল মাহমুদ সোহাগ আম মার্কা নিয়ে ভোট পেয়েছেন মাত্র ১৬৫ । মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ৮ আগস্ট দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠান গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক টিমের আহ্বায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের একাধিকবারের সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাস্টার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদুল ইসলাম, জেলা সদস্য আখেরুজ্জামান প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান প্রমুখ।