স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতা মশাল মিছিল করেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম বলেন, ‘আজ গোপালগঞ্জে জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে স্বৈরাচারের দোসররা। আমরা দেখেছি, গত রাত থেকেই সোশাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে তারা হুমকি ধামকি দিয়েছে। কিন্তু বর্তমান সরকার ও প্রশাসন নৃশংস হামলা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। আমরা জানাতে চাই, যে ছাত্র জনতার অংশগ্রহণের ফলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশে কোন স্বৈরাচারের দালাল যদি আবারও কোন বিপ্লবীর দিকে চোখ তুলে তাকাই। তাহলে বাংলাদেশের মানুষ ওই চোখ উপড়ে ফেলবে। আর প্রশাসনকে বলছি, আপনারা অনতিবিলম্বে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে। তা না হলে এদেশের ছাত্র জনতা আবারও মাঠে নামতে প্রস্তুত আছে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বিশার বিপ্লব, যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সোমার প্রমুখ।