চারটি ইটভাটা মালিককে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইটভাটায় অভিযান চালিয়ে নির্ধারিত পরিমাপের চেয়ে ছোট পরিমাপের ইট তৈরী করা এবং মূল্য তালিকা না থাকায় ৪ ভাটা মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক মো. সজল আহমেদ। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ইটভাটাগুলো হলো সদর উপজেলার মোমিনপুরের মেসার্স এমএএম ব্রিক্সের মালিক আব্দুল মান্নান নান্নুকে ৭০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের মেসার্স এডি ব্রিক্সের মালিক আসিরুল ইসলাম সেলিমকে ৫০ হাজার টাকা, মুন্সিগঞ্জের মেসার্স টিএন ব্রিক্সের মালিক পাপান রহমানকে ৩০ হাজার টাকা এবং আলমডাঙ্গার মেসার্স টিএন ব্রিক্সের মালিক সাজু আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক মো. সজল আহমেদ বলেন, চারটি ইটভাটায় সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় ১ লাখ জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত : সরকারিভাবে ইটের পরিমাপ হলো, লম্বায় ২৪ সেন্টিমিটার, চওড়া ১১ দশমিক ৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৭ সেন্টিমিটার। অথচ, ইটভাটা মালিকরা সরকারি নির্দেশনা অমান্য করে ইটের আকার ছোট করে জনগণের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করছেন।

Comments (0)
Add Comment