চার সহযোগিসহ জীবননগরের মাদক সম্রাজ্ঞী মনু গ্রেফতার : ফেনসিডিল উদ্ধার

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে উপজেলা মাদক স¤্রাজ্ঞী একাধিক মাদক মামলার আসামি মনোয়ারা ওরফে মনু (৫০) তার চার সহযোগিসহ বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কবল থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, আমার নেতৃত্বে থানার এসআই সৈকত পাড়, এএসআই ইমামুল, সাইদুজ্জামান, মকলেচুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শফিউদ্দিনের স্ত্রী মনোয়ারা ওরফে মনু এলাকায় একজন মাদক স¤্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ৫-৬টি মাদকের মামলা রয়েছে। তারপরও তার সহযোগিদের নিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী মনু ফেনসিডিলের একটি চালান তার সহযোগিদের মাধ্যমে বিক্রির চেষ্টা করছেন। এ সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মনুর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মনুসহ তার চার সহযোগিকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছেন, উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৪), ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর বাজারপাড়ার হযরত আলীর ছেলে ফারুক হোসেন (২৫), কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ইকরামুল হক (২৯), কোটচাঁদপুর গাবতলাপাড়ার ইউসুফ আলীর ছেলে আব্দুর নুর ওরফে সুইট (২৮)। গ্রেফতারকৃত সকল আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment