চিনিকলের প্রাণ আখচাষিদের সেবা নিশ্চিত করতে হবে

দর্শনা আখচাষি কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সাধারণসভায় কেরুজ এমডি আবু সাঈদ
দর্শনা অফিস: দর্শনা আখচাষি কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিই বহাল রাখা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, চিনিকলকে বাঁচাতে হলে বেশি বেশি করে আখ চাষ করতে হবে। সেক্ষেত্রে আখচাষিদের আগ্রহী করে গড়ে তুলতে হবে এ চাষের প্রতি। মনে রাখতে হবে চিনিকল রক্ষার্থে আখচাষিরাই মিলের প্রাণ। তাই আখচাষিদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সংস্থ্যার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। আলোচনা করেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সমাজসেবক হাজি আকমত আলী, আমির হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আবারও আব্দুল হান্নান সভাপতি ও আব্দুল বারীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট আখচাষি কল্যাণ সংস্থ্যার কমিটি ঘোষণা দেন সংস্থ্যার উপদেষ্টা পৌর মেয়র মতিয়ার রহমান। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি ওমর আলী, সহসম্পাদক জয়নাল আবেদীন, দফতর সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য শহীদ লতিফ মিল্টন, জহুরুল হক, ইউনুস আলী, আশরাফ হোসেন, শাহনাজ পারভিন বেবী ও হালিমা খাতুন।

Comments (0)
Add Comment