চুয়াডাঙ্গায় অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার: শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ শনিবার রাত ৮ টার সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) এডমিন আমিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

শহরের কবরী রোডে রাত ৮টার দিকে এই অভিযান চলাকালীন ‘ভাই ভাই ফুচকা হাউস’-এর সামনে অবৈধভাবে মোটরসাইকেল ও ইজি বাইক (ইজিবাইক) পার্কিং-এর অপরাধে বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়।
ট্রাফিক সার্জেন্ট রিয়াজ অবৈধ পার্কিং-এর কারণে একটি ইজি বাইককে ২৫০০ টাকা এবং একটি মোটরসাইকেলকে ৩০০০ টাকা জরিমানা করেন।
অভিযানে টি আই এডমিন আমিরুল ইসলাম-এর সঙ্গে টি আই আশরাফ উদ্দিন, টি আই হাসান মল্লিক এবং টি আই সোহেল রানা উপস্থিত ছিলেন।
এদিকে, ‘ভাই ভাই ফুচকা হাউস’-এর মালিক ওহিদুল ইসলাম ও আসাদুল ইসলাম তাঁদের ভুলের কথা স্বীকার করে প্রশাসনকে জানান, ভবিষ্যতে এই ধরনের ভুল আর হবে না। তাঁরা অবৈধ পার্কিং-এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনকে কথা দেন যে তাঁরা দ্রুতই দোকানের সামনে এ বিষয়ে ব্যানার লাগিয়ে দেবেন। তাঁরা ট্রাফিক পুলিশের ধার্য করা জরিমানা পরিশোধ করেছেন বলেও জানান। ট্রাফিক পুলিশের এই অভিযান শহরের যান চলাচলে শৃঙ্খলা আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।