স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স ভবনে রিয়া টেক্স লিমিটেড-এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়া টেক্স লিমিটেড-এর পরিচালক খন্দকার রিজন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সদরের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে খন্দকার রিজন হোসেন বলেন,
“আজ তোমরা যারা জিপিএ-৫ অর্জন করেছো, তোমরা দেশের ভবিষ্যৎ আলোকবর্তিকা। এই সাফল্যই তোমাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সততা, নিষ্ঠা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনে আরও বড় সাফল্য অর্জন সম্ভব। শুধু নিজের জন্য নয়, পরিবার, সমাজ ও দেশের জন্যও অবদান রাখতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম বলেন,
“মেধা ও সৎ চরিত্রের সমন্বয়ই একজন মানুষকে সত্যিকার অর্থে সফল করে তোলে। তোমরা পড়াশোনায় মনোযোগী হও, নৈতিকতাকে ধরে রাখো, এবং কর্মজীবনে গিয়ে দায়িত্বশীলতার পরিচয় দাও। আজকের সাফল্যকে আগামী দিনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাকিব রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশিদুল ইসলাম (সাবেক প্রধান শিক্ষক, এম. এ. বারী স্কুল), খন্দকার রাজিব হোসেন এবং মোছাঃ জেবুন নেছা খাতুন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সামাজিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।