স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের মুক্তমঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং আব্দুল কাদেরসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখিত ৫ দফা হলো: ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. সরকারকে জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলাতেও অনুষ্ঠিত হয়। এটি ছিল তাদের কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ কর্মসূচি।