চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে ২১ শে পদ্ম সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ২১ শে পদ্ম সংস্থা ও ২১ শে পদ্ম যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকার সুজুকি শোরুমের পেছনে এ সংস্থাটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে অধ্যাপক সিদ্দিকুর রহমানের সহযোগিতায় মোঃ ওবায়দুল্লাহ ও দিল রোজ বেগমের সৌজন্যে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, ২১ শে পদ্ম সংস্থা ও ২১ শে পদ্ম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মরিয়ম আক্তার পিংকি, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি জামান আক্তার,সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ এবং হিউম্যানিটি এন্ড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিনিধি মোরসালিন।

আয়োজকরা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।