স্টাফ রিপোর্টার:অরাজনৈতিক ও মানবিক সংগঠন হিউম্যানিটি এন্ড ব্লাড ডোনেশন সোসাইটি, চুয়াডাঙ্গা-এর উদ্যোগে জেলার বিভিন্ন গ্রামগঞ্জ ও শহরের একাধিক স্থানে অসহায় পথচারী ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান অ্যাডমিন ও মানবাধিকারকর্মী মো. মোরছালিন। আরও উপস্থিত ছিলেন অ্যাডমিন জ্বিলহজ ইসলাম ও তাজ আহমেদ। পাশাপাশি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সোহান আহমেদ, ফিরোজ আহমেদ, জুনাইদ ইসলাম ও আইরিন সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদ্ম যুব উন্নয়ন সংস্থা, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মরিয়ম আক্তার এবং সদস্য সৈনিক মোহিবুল্লাহ হোসাইন।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অ্যাডমিন মো. মোরছালিন বলেন, হিউম্যানিটি এন্ড ব্লাড ডোনেশন সোসাইটি সব সময় অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে থাকতে বদ্ধপরিকর। বিনামূল্যে রক্তদান, খাদ্য সহায়তা ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যেতে চায়।
তিনি এ সময় সংগঠনের সকল সদস্যের জন্য অসহায় মানুষের দোয়া কামনা করেন।
স্থানীয়দের মধ্যে এ মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।