চুয়াডাঙ্গার কলেজ রোডে প্রেমিককে অন্য মেয়ের সাথে দেখে প্রেমিকার তুলকালাম কাণ্ড, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক:

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে প্রেমিককে অন্য এক মেয়ের সাথে অটোতে যেতে দেখে তার ওপর চড়াও হলেন আরেক প্রেমিকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডের গণপূর্ত বিভাগের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দক্ষিণপাড়ার শামসুল হকের ছেলে আলমগীর তার কথিত প্রেমিকাকে নিয়ে একটি অটোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আলমগীরের অন্য প্রেমিকা চুয়াডাঙ্গার কমলাপুর এলাকার আসাদুল এর মেয়ে জান্নাতুলকে তাদের দেখতে পান। এসময় অটো থেকে প্রেমিককে নামিয়ে এনে তিনি মারধর শুরু করেন। এই অপ্রত্যাশিত ঘটনায় পথচারী ও স্থানীয়রা ভিড় জমায়। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে এবং শামসুল হকের ছেলে আলমগীর ও আসাদুলের মেয়ে জান্নাতুলকে তাদের নিজ নিজ অবস্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়। এসময় অটোতে থাকা অন্য মেয়েটি ভিড়ের সুযোগে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “সকাল ১২টার দিকে একটি ফোন আসে। তাৎক্ষণিক এসআই লিটনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”