স্টাফ রিপোর্টার: সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা গ্রহণ করে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সাহিত্যের মাধ্যমে একটি জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে এই সংগঠন। আমি তাদের সব ধরনের সাফল্য কামনা করি।” একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব্বীন সানভী, অর্থ সম্পাদক মিমমা সুলতানা মিতা, গ্রন্থগার সম্পাদক হুমায়ুন কবির, শিশু কিশোর সম্পাদক লতিফা রহমান বনলতা, সদস্য শেখ পিন্টু, আব্বাস উদ্দিন, কাজল মাহমুদ সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।