স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় সড়কে দুর্ঘটনা রোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহন করা হচ্ছে কিনা, সে বিষয়েও সতর্কতার সঙ্গে তল্লাশি চালানো হয়।
চেকপোস্ট অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এসআই প্রসেনজিৎ মন্ডল, এএসআই ফিরোজ আহমেদ এবং পুলিশ লাইনের ফোর্স সদস্যরা। ট্রাফিক পুলিশের পক্ষে দায়িত্ব পালন করেন টিএসআই ইব্রাহিম।
অভিযান চলাকালে লাইসেন্স ও হেলমেট না থাকা এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।