স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা কোর্টমোড়ের দোয়েলচত্বরে সড়ক দুর্ঘটনা রোধ ও লাইসেন্স হেলমেট বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি যানবাহনে অবৈধ মালামাল বহন করা হচ্ছে কি না, সে বিষয়েও তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল ছাড়াও বাস, মাইক্রোবাস, ট্রাক, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়।
লাইসেন্স ও হেলমেটসহ অন্যান্য অভিযোগে দুইটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সার্জেন্ট আশরাফুজ্জামান, এ টি এস আই মাসুদ রানা, এস আই লিটন হোসেন ও এস আই গোলাম হোসেন। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা ও পুলিশ লাইন্সের সদস্যরা সম্মিলিতভাবে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।