স্টাফ রিপোর্টার:গতকাল সোমবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের নূরনগর মুন্না মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি বলেন,
“বিভাজনের রাজনীতি আমরা চাই না। আমরা চাই ঐক্যের, ন্যায়ের ও উন্নয়নের রাজনীতি। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার মাধ্যমেই দেশকে সত্যিকার অর্থে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”
তিনি আরও বলেন,
“চুয়াডাঙ্গা পৌরসভা একটি ছোট পৌরসভা হলেও এখানে উন্নয়নের সম্ভাবনা অনেক। যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি বন্ধ হয়, তবে এই পৌরসভাকে মডেল পৌরসভায় পরিণত করা সম্ভব। আমরা জনগণের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করতে চাই, বিভাজনের নয়।”
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের রাজনীতি করে আসছে। দাঁড়িপাল্লা প্রতীক জনগণের ন্যায়ভিত্তিক পরিবর্তনের প্রতীক, যা একটি শৃঙ্খলাপূর্ণ, মাদকমুক্ত ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর সেক্রেটারি মোঃ মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আসিক শফি, ইসলামী ছাত্রশিবির জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক মোঃ আবু রায়হান, পৌর কর্মপরিষদ সদস্য মোঃ শরীফুজ্জামান শরীফ, পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ শাহ আলমসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ৭নং ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুস সালাম।