চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় পাকিভ্যান উল্টে চালক নিহত

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় পাকিভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালক জীবননগরের সিংনগর গ্রামের আবুবক্কর। আহত হয়েছেন পাকিভ্যানে বসে থাকা যাত্রী আকন্দবাড়িয়া বটতলা বাজারের মুদি দোকানি লাবু। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে আবু বক্করের লাশ গ্রাম্যকবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের ব্রিজ পাড়ার মৃত হাজি ফরহাদ হোসেনের ছেলে আবুবক্কর সিদ্দিক (৬৫) পাকিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। গতকাল শনিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া-রাঙ্গিয়ারপোতা সড়কের আকন্দবাড়িয়া গাঙেরধারের চারা বটতলার নিকট পৌঁছে পাকিভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আবুবক্কর। পাকিভ্যান উল্টে ছিটকে পাকা সড়কের ওপর পড়ে যান আবুবক্কর। মাথায় প্রচ- আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাকিভ্যানে বসে থাকা যাত্রী একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আকন্দবাড়িয়া বটতলা বাজারের মুদি দোকানি লাবু (৩৫) গুরুত্বর আহত হন। আহত লাবুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাদ জোহর নিহত আবুবক্করের নামাজে জানাজা শেষে গ্রাম্যকবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। নিহত আবুবক্কর ১ ছেলে ৩ মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে আসে শোকের ছায়া।

Comments (0)
Add Comment