স্টাফ রিপোর্টার: অনলাইন জুয়ার বিজ্ঞাপন দাতা চুয়াডাঙ্গার আলোচিত টিকটকার প্রমীর ওরোফে আফরোজার বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেছেন প্রভাষক সাদিকুর রহমান। গতকাল সোমবার বিকেলে প্রভাষক সাদিকুর রহমান চুয়াডাঙ্গা কোর্ট রোডের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনলাইন জুয়ার বিজ্ঞাপন দাতা মেয়েটির নাম প্রমি, প্রমিতি, প্রজাপতি, আফরোজা ইত্যাদি। তার অবৈধ জুয়া/বেটিং অ্যাপের (ঈক৪৪৪) প্রমোশনাল ভিডিয়ো সামনে এলো। এনিয়ে মিডিয়া পাড়াতে সমালোচনার ঝড় উঠে। আমি সাদিক তাকে কখনো সামনাসামনি দেখিনি। কোনোদিন কথাও বলিনি। শুনেছি মেয়েটি চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়ে। আমি (সাদিক) ডা. আফসার উদ্দিন কলেজের ইংরেজির প্রভাষক। সমাজের ক্ষতিকর জুয়ার বিষয়টি বিজ্ঞাপন পোস্ট দেখে নিয়ে আমি আমার চুয়াডাঙ্গা কমিউনিটি গ্রুপে একটা পোস্ট করি। তার জের ধরে মেয়েটি ৪জন সাংবাদিকসহ আমার (সাদিক) নামে জিডি করেছে। কপিটি অনলাইনে ভাইরাল হয়। উনি নিজের ভুল বুঝে নাকি ডিলিট করেছে। তাহলে প্রশ্ন বিজ্ঞাপনটি এখনো উপলব্ধ রয়েছে। আমি শঙ্কিত চুয়াডাঙ্গার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে। চুয়াডাঙ্গা শহরের তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছোবলে বিপর্যস্ত। এর সাথে য্ক্তু হবে জুয়া। ওই টিকটকার মেয়েটি নিজে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার সামাজিকভাবে অপরাধ করে নিজেই আবার অন্যদের বিরুদ্ধে জিডি করেছেন। যা ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি মতো অবস্থা, আমি আশাবাদী যে আমি একজন পুলিশবান্ধব মানুষ হিসেবে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীর শাস্তি কামনা করছি। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও বিভিন্ন পেশার চাকুরিজীবী ব্যবসায়ীদের সমর্থন রয়েছে উক্ত সংবাদ সম্মেলনে।