চুয়াডাঙ্গার কৃতিসন্তান আকরাম বগুড়া পিবিআই’র এসপি

পুলিশ সুপার পদমর্যাদার ২১৫ জনের বদলি/পদায়ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গার কৃতিসন্তান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসনও রয়েছেন। তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়া জেলার পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএমকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পিরোজপুর জেলার পুলিশ সুপার করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে রংপুর মেট্রোর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়ন করা হয়েছে। চুয়াডাঙ্গার কৃতিসন্তান আকরামুল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হিসেবে নতুন পদায়নে খুশি তার এলাকাবাসী। আকরামুল হক বিশ^াস চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হাজি আতর আলী বিশ^াসের মেজো ছেলে। ২০০০ সালে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থেকে এমএ পাস করেন। তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ঝালকাটি, রাজশাহী, পিরোজপুর, খুলনা ও অতিরিক্তি পুলিশ সুপার হিসাবে র‌্যাব ও নাটোর জেলা পুলিশে কর্মরত থাকা অবস্থায় ২০১৯ সালে পুলিশ সুপারে প্রমোসন পান ও নাটোর জেলা পুলিশের পুলিশ সুপার পদমর্যাদায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দক্ষতা ও সাফল্যোর সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তার পেশাদায়িত্ব ও দক্ষতার জন্য তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকে ভুষিত হন। দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রচ- কতর্ব্যপরায়ন মানুষ আকরাম বিশ্বাস। তাকে আমাদের তরফে অভিবাদন।

Comments (0)
Add Comment