চুয়াডাঙ্গার কৃতিসন্তান উচ্চতর শিক্ষার জন্য সরকারিভাবে যাচ্ছেন যুক্তরাজ্যে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কৃতিসন্তান শাম্মি ইসলাম যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা হিসেবে সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ^বিদ্যালয়ের উদ্দেশে আগামী ১৩ সেপ্টেম্বর রওনা হবেন। বছরকাল ধরে তিনি এএসসি ইন ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট বিষয়ে কোর্স করবেন।
চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আনোয়ারুল ইসলামের মেয়ে মোছা. শাম্মি ইসলাম দর্শনা বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, দর্শনা সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, ইসলামি বিশ^বিদ্যালয় থেকে বিএ অনার্সে ৫ম স্থান অধিকার করেন। একই বিশ^বিদ্যালয় থেকে তিনি এমএ করেন। বিসিএস ক্যাডারে যুক্ত হন। বর্তমানে তিনি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সক্ষমতা বৃদ্ধির বিশেষ কোর্চে অংশ নেয়ার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবেন। এক বছরের কোর্স শেষে দেশে ফিরবেন। মোছা. শাম্মি ইসলামের পিতা ও মাতা তার আরও সাফল্য কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

Comments (0)
Add Comment