চুয়াডাঙ্গার কোর্টমোড় দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সাদিকুজ্জামান সভাপতি মমিনুর সাধারণ সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কোর্টমোড় দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু সাদিকুজ্জামান রনজু ও সাধারণ সম্পাদক পদে মমিনুর ইসলাম দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে আবু সাদিকুজ্জামান রনজু ছাতা প্রতীক নিয়ে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এহসানুল সাদেকিন আনারস প্রতীক নিয়ে ৪৭ ভোট পেয়েছেন। এছাড়াও ফুটবল প্রতীক নিয়ে নুরুল ইসলাম পেয়েছেন ১০ ভোট। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মমিনুর ইসলাম মোবাইল প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক বাবু ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে একরামুল হক বাইসাইকেল প্রতীক নিয়ে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদুল ইসলাম পাপেল কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ ভোট। এছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি রবিউল ইসলাম ও এমামুল হক, যুগ্মসাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সোহেল রেজা, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম রনক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সরকার, সদস্য এম রাহানুল করিম, শহিদুল ইসলাম, শিমুল হোসেন, আশরাফুল হক, আবু বক্কর সিদ্দিক ও আতিয়ার রহমান। নির্বাচনে ১২১ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে একটি ভোট। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড. সেলিম উদ্দীন খান, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন অ্যাড. সুরুজ আলী এবং সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন অ্যাড. নাজমুল হক।

 

Comments (0)
Add Comment