চুয়াডাঙ্গার গণমিছিলকে সফল করার লক্ষ্যে আলমডাঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার গণমিছিল সফল করার লক্ষ্যে আলমডাঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত পরশু রোববার রাতে আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি আলমডাঙ্গা শহরের চারতলা মোড় থেকে শুরু হয়ে পশুহাট রোড, রেল স্টেশন মোড় ও হাই রোড প্রদক্ষিণ করে আব্দুল মজিদ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আজ ৫ আগস্ট বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমির মাহের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা তাদের বক্তব্যে বলেন, ৫ আগস্টের গণমিছিলে আলমডাঙ্গার সকল তৌহিদী জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ‘স্বৈরশাসক পালিয়ে গেলেও তার দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”