চুয়াডাঙ্গার গোলাপনগরে পেয়ারা বোঝাই ট্রাক থেকে ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার : আটক ২

বেগমপুর/গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ গোলাপনগরে বিশেষ কায়দায় পেয়ারা বোঝাই মিনি ট্রাকে অভিযান চালিয়ে ২১৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার তিতুদহ ক্যাম্প এলাকার গোলাপনগর মোড় নামকস্থান অবস্থান নিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে থানায় নেয় পুলিশ। মাদারীপুর জেলা রাসেল শিকদার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হোসেন ম-ল। পুলিশসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্পের এএসআই ইদ্রিস আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাম্প এলাকার গোলাপনগর মোড় নামকস্থানে আগে থেকে অবস্থান নেয় পুলিশ। এ সময় দর্শনার ছয়ঘরিয়া থেকে ছেড়ে আসা পেয়ারা বোঝাই একটি শাদা রঙের মিনি ট্রাক গোলাপনগর মোড়ে পৌঁছুলে গাড়ি থামিয়ে অভিযান পরিচালনা করেন। গাড়িটির রেজি. নং-ঢাকা মেট্রো ন-১৯-৮১৬৩।

গাড়িটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলো মাদারীপুর জেলা সদরের জয়াইর গ্রামের মৃত. সাহেদ আলী শিকদারের ছেলে রাসেল শিকদার (৩৫) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের জয়নাল ম-লের ছেলে হোসেন ম-ল (৩০)। পরে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সম্মুখে সিজার লিস্ট করে তাদের আটক করে থানায় নেয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোলাপনগর মোড় থেকে পেয়ারা বোঝাই একটি ট্রাক থেকে বস্তা ভর্তি ১৮ পাতা অর্থাৎ ২১৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে ট্রাকটি থানা হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল (আজ) তাদের আদালতে সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment