চুয়াডাঙ্গার তিতুদহ ইউপি নির্বাচনের শেষ দিনে ৩ জনের মনোনয়পত্র প্রত্যাহার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয় প্রত্যাহারের শেষদিন মেম্বার পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এনিয়ে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্যপদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী চুড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছেন। আজ রোববার প্রতিদ্বন্ধি ৫৫ জন প্রার্থী তারা তাদের কাক্সিক্ষত প্রতীক হাতে পাবেন। প্রতীক হাতে পেলে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠবে বলে ভোটাররা মনে করছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয় প্রত্যাহারের শেষদিনে গতকাল শনিবার ৩ জন মেম্বার পদপ্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন। যাদের মধ্যে আছেন ৫নং ওয়ার্ডে রায়হান আলী, ৭নং ওয়ার্ডে আব্দুল হাকিম ও ৯নং ওয়ার্ডে মোস্তাক ম-ল। এর ফলে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী। চেয়ারম্যান পদে তিতুদহের হুলিয়ামারি গ্রাম থেকে ২ জন, বড়সলুয়া গ্রাম থেকে ১ জন এবং বলদিয়া গ্রাম থেকে ১ জন। অপরদিকে ১নং ওয়ার্ডে সদস্য পদে ৪জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন ও ৯নং ওয়ার্ডে ৪ জন। অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ২ জন এবং ৩নং ওয়ার্ডে ৩ জন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৪ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৯১৪ জন। আজ রোববার নির্বাচনে অংশগ্রহণকারী ৫৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাতে পাচ্ছেন তাদের কাক্সিক্ষত প্রতীক। প্রার্থীরা প্রতীক হাতে পেলে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা জমে উঠবে বলে ভোটাররা মনে করছেন। যাদিও আগেভাগেই আ.লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি শুকুর আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্ধারিত প্রতীক হাত পাখা পয়েছেন আব্দুর রাজ্জাক। আজ চেয়ারম্যান প্রার্থী চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু ও আ.লীগ নেতা ফারুক হোসেনের প্রতীক নির্ধারণ হবে। প্রতীক হাতে পাবার পর প্রার্থীরা কতটুকু নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালান এটাই এখন দেখার বিষয়।

Comments (0)
Add Comment