স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং নারী ও শিশু নির্য়াতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. এমএম শাহজাহান মুকুল ও আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মালেক পবিত্র হজ পালনে এবার সৌদি আরবে যাচ্ছেন। এ উপলক্ষ্যে গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম। দোয়ার অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অ্যাড. এমএম শাহজাহান মুকুল ও অ্যাড. আব্দুল মালেক হজ পালনে পবিত্র হজ পালনে মক্কা ও মদীনা গমনে সকলের কাছে দোয়া কামনা করেছেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে।