চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস।

একই প্রজ্ঞাপনে বর্তমান চুয়াডাঙ্গার পুলিশ সুপার গোলাম মওলাকে বদলি করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।